ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী

ফাইল ছবি

ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী

জুবায়ের সানি

চলতি সপ্তাহেই পবিত্র ঈদুল আজহা। আসছে ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। নাড়ির টানে ব্যস্ততম নগর ছেড়ে রেলপথে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা। যাত্রাপথে ভোগান্তি এড়াতে রাজধানী ছাড়ছেন নগরবাসী।

আর তাই রেলপথে ঈদে যাত্রীদের নির্বিঘ্নে নিরাপদে যাতায়াতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

আজ শনিবার সকাল থেকে ছুটছে ঈদের ট্রেন। ২৮ জুন পর্যন্ত এবার ট্রেনে ঢাকা ছাড়বেন ক‌য়েক লাখ মানুষ।

যাত্রীরা জানান, এখনো তেমন ঈদের আমেজ শুরু না হলেও ভোগান্তি এড়াতেই আগে বাড়িফেরা।

সরকারি ছুটি শুরু হলেই ভোগান্তি বাড়তে পারে এমন শঙ্কায় পরিবারসহ রাজধানী ছাড়ছেন অনেকে।

আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৮ হাজার যাত্রী কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানে যাবেন। এছাড়া ঈদের ট্রেনে শনিবার থেকে বুধবার পর্যন্ত কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি হবে। ‌তিন‌টি স্পেশাল ট্রেন ছাড়‌বে ক্যান্টনমেন্ট স্টেশন থে‌কে।  

কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ৪১ জোড়া আন্তঃনগর এবং ৩৬ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক