ইসলামি আন্দোলনকে ধন্যবাদ জানালো বিএনপি

দলীয় সরকারের অধীনে নির্বাচন না যাওয়ার ঘোষণা

ইসলামি আন্দোলনকে ধন্যবাদ জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দলীয় সরকারের অধীনে নির্বাচন না যাওয়ার ঘোষণায় ইসলামি আন্দোলনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

শনিবার (২৪ জুন) এক সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৯০ সালের মতো অভ্যুত্থান করতে হবে।

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার হবে।

সরকারের সময় শেষ হয়ে গেছে, তাই স্রোতের মত আমেরিকা থেকে টাকা আসছে বলেও মন্তব্য করেন বুলু। এসময় তিনি বলেন, জনগণের ভোটে সরকার যদি গঠিত হয় তবে বিদেশিদের বাহাদুরি কমে যাবে।

নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ থাকলে ভোটের সময় প্রশাসন কিংবা বিদেশিরা প্রভাব বিস্তার করতে পারবে না।

এসময় ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, যদি অনির্বাচিত সরকার গঠন হয় শুধু সেন্টমার্টিন নয়, গোটা দেশকেই বিক্রি করে দেবে। যেই নামেই হোক নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাই। সংবিধান পরিবর্তনশীল, এটা কোরআন নয়। যার যা আছে তাই নিয়ে দাবি আদায়ে মাঠে নামতে হবে।

মুফতি ফয়জুল বলেন, দলীয় সরকারের অধীনে আমরা কেউ নির্বাচন চাই না। এজন্য কর্মসূচি ঘোষণা করবে ইসলামি আন্দোলন।  এসময় নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রকাশ করে ইসলামী আন্দোলন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক