‘ভাড়াটে সেনাবাহিনীর’ বিদ্রোহ দমনে প্রস্তুত চেচেন বাহিনী

সংগৃহীত ছবি

‘ভাড়াটে সেনাবাহিনীর’ বিদ্রোহ দমনে প্রস্তুত চেচেন বাহিনী

অনলাইন ডেস্ক

বেশ কয়েকমাস ধরেই রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলে আসছিল, যা রূপ নিয়েছে বিদ্রোহে। এবার সেই বিদ্রোহ দমনে প্রস্তুত বলে জানালেন চেচেন বাহিনীর নেতা রমজান কাদিরভ।

শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ দমন করতে চান রমজান কাদিরভ।

তিনি বলেছেন, তার বাহিনী প্রয়োজনে ‘কঠোর পদ্ধতি’ ব্যবহার করবে।

এক বিবৃতিতে রমজান কাদিরভ জানান, ইয়েভজেনি প্রিগোজিনের আচরণ ‘পিঠে একটি ছুরি’। এছাড়া রুশ সেনাদের কোনও উসকানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (২৩ জুন) নিজেদের বিপুল সংখ্যক সদস্যকে হত্যার অভিযোগে বিদ্রোহ করে ওয়াগনার।

দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করেন, তার বাহিনীর ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। এতে তার বিপুল সংখ্যক সেনা মারা গেছে। তিনি এ হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার পাশাপাশি রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সব কিছু করার ঘোষণা দেন।

এর পরিপ্রেক্ষিতে শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, রাশিয়াকে রক্ষায় সবকিছু করা হবে। যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রদ্রোহের পথে যায়, সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে, সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে, তাদের শাস্তি দেওয়া হবে।

News24bd.tv/aa