হিরো আলমের প্রার্থিতা নিয়ে যা বললেন রিজভী

ফাইল ছবি

হিরো আলমের প্রার্থিতা নিয়ে যা বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিরো আলমের প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন সরকারের ইশারায় এক তামাশা শুরু করেছে।

শনিবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। এসময় তিনি বলেন, উচ্চ আদালত হিরো আলমের প্রার্থিতা বৈধতার রায় দিলেও নির্বাচন কমিশন জনবিচ্ছিন্ন সরকারের ইশারায় আলমের প্রার্থিতা বাতিল করেছে। এই তামাশার নির্বাচনের মধ্যেও অবৈধ সরকারের অনৈতিক চাপ দৃশ্যমান।


রিজভী অভিযোগ করেন, এই সরকার গণতন্ত্রের সকল স্বীকৃত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। প্রশাসনে নিজেদের লোক নিয়োগ দিয়ে রদবদল করছে সরকার। সকল অনিয়মের জবাবদিহি করতে হবে তাদের।

এদিকে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিন আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক