রাজশাহীর চারঘাট থেকে দুই রাজাকার গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট থেকে দুই রাজাকার গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার প্রায় ১৪ বছর পর রাজশাহীতে মফিজ উদ্দিন (৭৫) ও খেতাব আলী (৮০) নামে দুই রাজাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১টার দিকে চারঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  ২০০৯ সালে চারঘাট এলাকার বাসিন্দা শহীদ রওশন আলী সরকারের ছেলে গোলাম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করে।

শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার জানান, তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিল। ২০০৯ সালে ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা যে অপরাধ করেছে সেটির বিচার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন হবে।

উল্লেখ্য, রাজশাহীতে যুদ্ধাপরাধ সংক্রান্ত ১৭ টি মামলায় আসামী রয়েছেন ১৩২ জন। তাদের মধ্যে ৫৩ জন মারা যান৷ চার জন পলাতক থাকলেও গতকাল দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি আসামীরা জামিনে আছেন।

news24bd.tv/FA