এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাট

সংগৃহীত ছবি

এখনো পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর পশুর হাট

আরিফুল ইসলাম

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুরহাটগুলোতে পর্যাপ্ত পশু তুলেছেন কৃষক ও খামারিরা। তবে এখনো হাট পুরোপুরি জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা।  

ঈদুল আজহাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয়। এ উপলক্ষে প্রতিবছর বিশেষভাবে গুরু-ছাগলের বিশাল হাট বসে।

আফতাব নগর হাট থেকে ৪ লাখ ৪০ হাজার টাকায় গরুটি কিনে সন্তুষ্টি প্রকাশ করেন আল আমিন খন্দকার নামে এক ক্রেতা।  

বিক্রেতারা বলছেন, গো খাদ্য ও যাতায়াত খরচ বেশি হওয়ায় পর্যাপ্ত দামে গরু বিক্রি করতে না পারলে লোকসানে পড়তে হবে।

হাটে ক্রেতা কম থাকলেও সন্ধ্যা হলে দৈনন্দিন কাজ সেরে হাটে ভিড় জমান অনেকেই। তবে দাম বেশি চাওয়া হচ্ছে বলে দাবি তাদের।

অন্যদিকে, ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছে হাট কর্তৃপক্ষ।

হাটগুলোতে পর্যাপ্ত গরু-ছাগল ওঠানো হলেও ঈদের এখনো অনেক সময় বাকি থাকায় ক্রেতার উপস্থিতি কম। তবে ২-১ দিনের মধ্যে হাট পুরোপুরো জমে উঠবে বলে আশা ইজারাদারদের।

news24bd.tv/আইএএম