বিদ্রোহ থামাতে রাজি রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার: বেলারুশ প্রেসিডেন্ট

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো

বিদ্রোহ থামাতে রাজি রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার: বেলারুশ প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ থামাতে ভাড়াটে বাহিনী ওয়াগনার রাজি হয়েছে বলে জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তির ব্যবস্থা করেছেন বলে শনিবার (২৪ জুন) জানিয়েছেন বেলারুশ প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট অফিসের এক বিবৃতির বরাতে এ কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি।  

লুকাশেঙ্কো জানান, তিনি রাশিয়ার সরকারি বাহিনী ও ওয়াগনার বাহিনীর মধ্যে একটি চুক্তির ব্যবস্থা করেছেন; যেখানে ওয়াগনার গ্রুপের নেতা ইভজেনি প্রিগোজিন তার যোদ্ধাদের নিরাপত্তার শর্তে বিদ্রোহ ত্যাগ করবেন বলে জানিয়েছেন।

বেলারুশ প্রেসিডেন্ট বলেন, ‘এভজেনি প্রিগোজিন মস্কোতে তার পদযাত্রা থামাতে ও রক্তপাত এড়াতে রাজি হয়েছেন। ’ ইভজেনি প্রিগোজিন রাশিয়ায় ওয়াগনারের সশস্ত্র লোকদের আন্দোলন বন্ধ করার এবং উত্তেজনা কমাতে আরও পদক্ষেপ নেওয়ার প্রস্তার গ্রহণ করেছেন বলেও জানান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো।

news24bd.tv/আইএএম