শেকড়ের টানে ছুটছে মানুষ

সংগৃহীত ছবি

শেকড়ের টানে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। দ্বিতীয় দিন সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় দেখা যায়। রোববারও ট্রেনে ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক, জানায় ঘরমুখো মানুষ।

গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ।

ঈদযাত্রার দ্বিতীয় দিনেই সকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার খুশি সব বয়সী মানুষ।

এবারও ঈদ যাত্রায় মোট ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাচ্ছে।

টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।  অন্যদিকে, গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন কোরবানি পশুর গাড়ির চাপ সড়কে থাকার কারণেই যানজটে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

news24bd.tv/FA