পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে উড়লো ধোঁয়া

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে উড়লো ধোঁয়া

পটুয়াখালী প্রতিনিধি

আজ থেকে উৎপাদনে যাচ্ছে পায়রার কয়লা তাপবিদ্যুৎকেন্দ্র। রোববার সকালে কেন্দ্রটির চুল্লি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আজকের মধ্যেই কেন্দ্রটির একটি ইউনিট উৎপাদনে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ জুন) টানা ২০ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরছে এ কয়লা তাপবিদ্যুৎকেন্দ্রটি।

৪১ হাজার টন কয়লা ইতোমধ্যেই বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। কয়লা খালাসের কাজও প্রায় শেষের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২০ সালে জাতীয় গ্রিডে যুক্ত হয় পায়রা কয়লা তাপবিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু কয়লার অভাবে গত ২৫ মে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

news24bd.tv/FA