রাজধানীর হাটে আছে পর্যাপ্ত কোরবানির পশু

সংগৃহীত ছবি

রাজধানীর হাটে আছে পর্যাপ্ত কোরবানির পশু

আরিফুল ইসলাম

মুসলমানদের ত্যাগের উৎসব ঈদুল আজহা। তাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করা হয়। এ উপলক্ষে প্রতিবছর বিশেষভাবে গুরু-ছাগলের বিশাল হাট বসে। এবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুরহাটগুলোতে পর্যাপ্ত পশু তুলেছেন কৃষক ও খামারীরা।

তবে এখনও হাট পুরোপুরি জমে উঠেনি বলছেন বিক্রেতারা।  

বিক্রেতারা বলছেন, গো খাদ্য ও যাতায়াত খরচ বেশি হওয়ায় পর্যাপ্ত দামে গরু বিক্রি করতে না পারলে লোকসানে পড়তে হবে।

হাটে ক্রেতা কম থাকলেও সন্ধ্যা হলে দৈনন্দিন কাজ সেরে হাটে ভিড় জমান অনেকেই। তবে দাম বেশি চাওয়া হচ্ছে দাবি তাদের।

অন্যদিকে, ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার চেষ্টা করছে হাট কর্তৃপক্ষ।

হাটগুলোতে পর্যাপ্ত গরু-ছাগল উঠানো হলেও ঈদের এখনও অনেক সময় বাকি থাকায় ক্রেতার উপস্থিতি কম। তবে ২/১ দিনে মধ্যে হাট পুরোপুরো জমে উঠবে বলে আশা ইজারাদারদের।

news24bd/Arh

এই রকম আরও টপিক