‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা আর নেই

সংগৃহীত ছবি

‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা আর নেই

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র তাপস দাস ওরফে ‘বাপিদা’। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ জুন) প্রয়াত হলেন তিনি।

সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কলকাতার গায়ক রূপম ইসলাম।

তিনি এক স্ট্যাটাসে লেখেন, এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু…।

সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…। বাপিদা- সশরীরে তুমি আর নেই, কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।

বাংলা গানের জগতে বিপ্লব ঘটিয়েছিল একটি দল। আমূল পরিবর্তন এনেছিল। যাঁদের গান আজও লোকের মুখে মুখে ফেরে, যে প্রজন্ম তাঁদের পারফরমেন্স কোনওদিন স্টেজে দেখেনি তাঁদেরও একটা বড় অংশ যাঁদের ভক্ত, সেই দল হল এক এবং একমাত্র ‘মহীনের ঘোড়াগুলি’। ১৯৭৫ সালে তৈরি হয়ে বাংলার প্রথম রক ব্যান্ড। মাঝে ৪৭ বছর পেরিয়ে গিয়েছে। আজও এই ব্যান্ডের গানগুলির জনপ্রিয়তা এতটা হারায়নি। গান না হারালেও গানের স্রষ্টাদের অধিকাংশই একে একে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবার চলে গেলেন তাঁদেরই অন্যতম বাপিদাও। লাং ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন তিনি।

news24bd.tv/TR   
 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর