নারীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীসহ আটক ২

প্রতীকী ছবি

নারীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীসহ আটক ২

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ সদর উপজেলায় শাবনূর আক্তার স্বপ্না (২৬) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  শনিবার সন্ধ্যায় উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনায় স্বপ্নার স্বামীসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

আটক দু'জন হলেন- কালাইহাটি গ্রামের আল আমিন (৩০) ও স্বপ্নার স্বামী শহীদ মিয়া (৩০)।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আল আমিন হোসাইন জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্বপ্না দুই বছর ধরে দুই শিশুসন্তান সায়ান (৬) ও সানভিকে (৪) নিয়ে কালাইহাটি গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গরু আনতে গেলে আল আমিন তাকে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে স্বপ্নাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের স্বজনরা দাবি করছেন- স্বপ্নার স্বামী শহীদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই পুলিশ রাতেই হাসপাতাল থেকে স্বামী শহীদ ও কালাইহাটি গ্রাম থেকে আল আমিনকে আটক করেছে।

আর ঘটনাস্থল থেকে আল আমিনের স্যান্ডেল ও রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন হত্যার দায় স্বীকার করেছেন উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক