টাইটানে ৫ জনের মৃত্যুর আগের মুহূর্ত ঠিক কেমন ছিল?

সংগৃহীত ছবি

টাইটানে ৫ জনের মৃত্যুর আগের মুহূর্ত ঠিক কেমন ছিল?

অনলাইন ডেস্ক

টাইটানিকের মতোই পরিণতি টাইটানের। বহু বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া সেই জাহাজের কাছেই সলিলসমাধি পেল সেটি। শেষ হয়ে গেল পাঁচ তরতাজা প্রাণ। মিলল শুধু ডুবোযানের ধ্বংসাবশেষ।

সমুদ্রের অতলে নতুন কিছুর সন্ধানে যাঁরা নেমেছিলেন, তাঁরা আর ফিরলেন না। মৃতদেহেরও হদিস মিলবে কি না জানা নেই। কিন্তু তাঁদের মৃত্যুর আগের মুহূর্তটা ঠিক কেমন ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শিউরে উঠছেন অনেকেই।

বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্রের গভীরে ধ্বংস হতে খুব বেশি সময় নেয়নি টাইটান।

সেটির ধ্বংসাবশেষ তেমনই ইঙ্গিত করছে।

টাইটানিকের ধ্বংসস্তুপ থেকে ১৬০০ ফুট (৫০০ মিটার) দূরে পাওয়া গিয়েছে টাইটানের ধ্বংসাবশেষ। জলের যত গভীরে সেটি গিয়েছে, ততই বেড়েছে চাপ। মনে করা হচ্ছে, জলস্তম্ভের চাপেই ভয়াবহভাবে ফেটে যায় ডুবোযানটি।

বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনাটি এতই আকস্মিকভাবে ঘটে যে, ভিতরে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। পুরো ঘটনাটি ঘটতে হয়ত সময় লেগেছে কয়েক মিলিসেকেন্ড। জলের সেই প্রবল চাপে ডুবোযানে একটি ফাটলও তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

news24bd.tv/আইএএম