ঈদের কেনাকাটা করতে গিয়ে ছেলের পর বাবার মৃত্যু

ঈদের কেনাকাটা করতে গিয়ে ছেলের পর বাবার মৃত্যু

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মাসুদ রানা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বাইসাইকেলে থাকা নিহত শিশুর বাবা একরামুল হককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বাবা একরামুলের মৃত্যু হয়। নিহত মাসুদ রানা ও একরামুল উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।

নিহত শিশুর ভাই মেহেদী হাসান জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার বাবা একরামুল হক ছোট ভাই মাসুদ রানাকে বাইসাইকেলের পেছনে নিয়ে ঈদের কেনাকাটার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।

উপজেলার সদর ইউনিয়নের চাঁদেরবাজার নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের পেছনে ইট বোঝাই ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায় এবং তার বাবা মারাত্মক আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

বিকেল ৩ টায় কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি চালক মিলন বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।

চালক মিলন বাবু পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজলার এগারো মাথা এলাকার মোকছেদুল হকের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tvতৌহিদ