আত্মসমর্পণ করা বনদস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার

আত্মসমর্পণ করা বনদস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আত্মসমর্পণ করা জলদস্যুদের র‌্যাবের পক্ষে থেকে ঈদশুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার খুলনার লবনচরায় র‌্যাবের কার্যালয়ে র‌্যাব-৬’র অধিনায়ক লে. কর্ণেল মো. ফিরোজ কবির আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে ১ নভেম্বর সুন্দরবন জলদস্যুমুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে।

অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই।

অপরদিকে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল বনদস্যুর বিরুদ্ধে রুজু করা মামলা নিস্পত্তির বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন। অধিকাংশ মামলাই আদালত নিস্পত্তি করেছেন।

বাকী মামলা নিম্পত্তি লক্ষ্যে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

news24bd.tvতৌহিদ