রেজা কিবরিয়ার প্রতি সংখ্যাগরিষ্ঠের অনাস্থা 

সংগৃহীত ছবি

রেজা কিবরিয়ার প্রতি সংখ্যাগরিষ্ঠের অনাস্থা 

অনলাইন ডেস্ক

রেজা কিবরিয়ার প্রতি অনাস্থা এনে গণ অধিকার পরিষদের সক্রিয় ১০০ সদস্যের ৮৪ জন লিখিত আবেদন করেছেন। রোববার (২৫ জুন) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শাকিলউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  

গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী, এক-তৃতীয়াংশ সদস্যের লিখিত প্রস্তাবে ৭ দিনের মধ্যে তলবি সভা ডেকে দুই-তৃতীয়াংশের সমর্থনে আহ্বায়ক/সভাপতি, সদস্য সচিব/সাধারণ সম্পাদকের অপসারণ করা যায়।

দ্রুত সময়ের মধ্যে তলবি সভা ডেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গণ অধিকার পরিষদের সদস্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পেরেছি, আপনি (রেজা কিবরিয়া) গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও ২১ দফা কর্মসূচির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। যা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাছাড়া আপনাকে গণ অধিকার পরিষদের নিয়মিত কর্মকাণ্ডে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় আমরা আপনার প্রতি গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র ধারা ৩৮ এর বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনায়ন করছি।

এতে আরও বলা হয়, ‘অনুগ্রহ করে ওই ধারা মোতাবেক অনাস্থা পাওয়ার তারিখ হতে ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় আহ্বায় কমিটির জরুরি সভা ডেকে সেখানে উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আপানকে কেন আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হবে না, এ মর্মে ব্যাখ্যা দেবেন বলে আমরা বিশ্বাস করি। অন্যথায় গণ অধিকার পরিষদের ৩৯-ঘ এর আলোকে তলবি সভা ডেকে আপনার বিষয়ে অনাস্থা প্রস্তাব পাশ করে আপনাকে অপসারণের উদ্যোগ নেওয়া হবে। ’

news24bd.tv/আইএএম