৮ বছর খুঁজেও পছন্দের পাত্রী না পেয়ে আত্মহত্যা!

৮ বছর খুঁজেও পছন্দের পাত্রী না পেয়ে আত্মহত্যা!

অনলাইন ডেস্ক

৮ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যা করেছে ভারতের কর্ণাটকের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। তার নাম নাগানুর। ঘটনার পর তার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যেখানে তিনি রাগ, দুঃখের কথা জানিয়েছেন।

এ ঘটনায় কর্ণাটকের বাইদাগি থানায় মামলা হয়েছে।

কর্ণাটকের হাভেরিতে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের জন্য পছন্দের পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মঞ্জুনাথ নাগানুর নামের ওই ব্যক্তি।

হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে প্রকাশ, কর্ণাটকের এক কৃষক পরিবারের সদস্য নাগানুরের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল ৮ বছর ধরে।

আশপাশের এলাকার মানুষও বিয়ে নিয়ে নানা প্রশ্ন করতে থাকে। এদিকে পছন্দ মতো পাত্রী খুঁজে না পাওয়ায় নাগানুরের মধ্যে অবসাদের জন্ম হয়।  অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন নাগানুর।

এ ঘটনায় নাগানুরের লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নাগানুর লিখেছেন, পাত্রী খুঁজে বের করতে না পারার জন্য, তার বাবা-মাও অবসন্ন হয়ে পড়েন। বাবা-মায়ের এই কষ্ট দেখতে পারছিলেন না নাগানুর। তাই অবসাদ ও কষ্টে আত্মাহুতি দেন তিনি।

এ ঘটনায় কর্ণাটকের বাইদাগি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tvতৌহিদ