তারিক বিশ্রামে, বাকিরা মাঠে

সংগৃহীত ছবি

তারিক বিশ্রামে, বাকিরা মাঠে

অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তারিক কাজীর ভুলেই লেবাননের বিপক্ষে প্রথম গোল হজম করে বাংলাদেশ। সেই তারিক বাঁচা-মরার ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন লিড। তবে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করার পর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মালদ্বীপ ম্যাচের পর তাই দল যখন অনুশীলনে, তখন বিশ্রাম পেলেন তারিক।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ অনুশীলন করেছে ফুটবলাররা। তবে অনুপস্থিত ছিলেন তারিক। ইনজুরিতে পড়ায় তাকে কোনো ঝুঁকি নিতে চান না বলেই কোচিং স্টাফরা বিশ্রাম দিয়েছেন তাকে।

বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে জিতলেও ভুটানের ম্যাচটিও গুরুত্বপূর্ণ। লেবানন ও মালদ্বীপের বিপক্ষে হারলেও ভুটান যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বিপদজনক ভুটানের বিপক্ষে তারিক কাজীকে পাওয়া যাচ্ছে কি না এই বিষয়টি এখনো নিশ্চিত নন সহকারী কোচ হাসান আল মামুন।

তিনি বলেছেন,‌ ‘গতকাল তারিকের এক্স রে করানো হয়েছে। এখনও তার বিষয়ে চিকিৎসকরা মন্তব্য করেননি। আজ আরেক দফা এক্স রে হতে পারে। এরপর হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ’

গতকাল ম্যাচের পরই বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, ‘আমরা তার জন্য চেষ্টা করব তবে ফিট না হতে পারলে অন্য খেলোয়াড় খেলবে। ’

বাংলাদেশ গত দুই ম্যাচে কয়েকটি হলুদ কার্ড পেয়েছে। তবে একজন টানা দুই ম্যাচে কার্ড না পাওয়ায় তৃতীয় ম্যাচে কোনো সাসপেনশন নেই। তারিক খেলতে পারবেন কি না এজন্য আরো ২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।

news24bd.tv/SHS