পাকিস্তানে এই মুহূর্তে সামরিক আদালত কোনো বেসামরিক ব্যক্তির বিচার করছে না বলে জানিয়েছেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান।
মঙ্গলবার (২৭ জুন) সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচারের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের চতুর্থ শুনানিকালে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এমন মন্তব্য করেন।
সোমবারের শুনানিতে, পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ানকে বলেন, যতক্ষণ পর্যন্ত আদালতে মামলাটি শুনানি চলছে ততক্ষণ এ জাতীয় কোনো বিচার হবে না।
এজিপি নিশ্চিত করে বর্তমানে বেসামরিক নাগরিকের কোনো বিচার চলছে না।
পরে সন্ধ্যায়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, বিচারের জন্য হস্তান্তর করা ১০২ জনের বিরুদ্ধে প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।
প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মুনীব আখতার, বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, বিচারপতি আয়েশা মালিক ও বিচারপতি মাজাহির আলী নকভির সমন্বয়ে গঠিত ছয় সদস্যের বেঞ্চ বেসামরিক নাগরিকদের বিচারে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করছে।
এর আগে সরকার ঘোষণা করে ৯ মে যে সহিংসতা হয় এর সঙ্গে সংশ্লিষ্ঠদের সেনা আইনে বিচার করা হবে।
এর প্রেক্ষিতে পিটিআই চেয়ারম্যান ইমরান খান, প্রাক্তন প্রধান বিচারপতি জাওয়াদ এস খাজা, আইন বিশেষজ্ঞ আইতজাজ আহসান এবং পিলারের নির্বাহী পরিচালক কারামত আলী সহ পাঁচজন সুশীল সমাজের সদস্য সুপ্রিম কোর্টের কাছে সামরিক বিচারকে অসাংবিধানিক ঘোষণা করার অনুরোধ করে।
আগের শুনানির সময়, প্রাক্তন সিজেপির আইনজীবী খাজা আহমেদ হুসেন, আবেদনকারী আইতজাজ আহসানের আইনজীবী লতিফ খোসা এবং সুশীল সমাজের আইনজীবী ফয়সাল সিদ্দিকী এবং সালমান আকরাম রাজা তাদের যুক্তিতর্ক শেষ করেন।
সূত্র- জিও নিউজ।
news24bd.tvতৌহিদ