রাজশাহীতে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় প্রাথমিকভাবে ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
তবে বৃষ্টি বা আবহাওয়া অনুকূলে না থাকলে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে ঈদের প্রধান জামাত আয়োজন করা হবে। সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী ৪৫ মিনিট পর পর ২য় ও ৩য় জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হবে।
নগরীতে ঈদের ২য় প্রধান জামাত অনুষ্ঠিত হবে টিকা পাড়া ঈদগাহ মাঠে। সেখানেও সকাল ৮টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। তবে বৃষ্টি বা আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদগাহ সংলগ্ন টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে।
নগরীতে ৩য় বৃহৎ ঈদ জামাত সকাল ৮টায় সাহেব বাজার মসজিদ সংলগ্ন জিরো পয়েন্টে অনুষ্ঠিত হবে।