নাটোরে হালতি বিলে অভয়াশ্রমে মাছ শিকার করায় চারজনকে কারাদণ্ড

নাটোরে হালতি বিলে অভয়াশ্রমে মাছ শিকার করায় চারজনকে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি:

নাটোরের হালতি বিলে মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে চার মাছ শিকারীকে ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। অভিযানে উদ্ধারকৃত মা বোয়াল মাছসহ অন্যান্য মাছ দূর্লভপুর মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোজিনা আক্তার জানান, প্রজনন মৌসুমে মা বোয়াল মাছ ধরা অনেক ক্ষতিকর।

দণ্ডবিধির ১২৮ ধারায় অভিযুক্ত চারজনকে ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।