ঈদের পরে চলমান আন্দোলন আরও বেগবান হবে: ফখরুল
ঈদের পরে চলমান আন্দোলন আরও বেগবান হবে: ফখরুল

ঈদের পরে চলমান আন্দোলন আরও বেগবান হবে: ফখরুল

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া। বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ইচ্ছার বাহিরে জোড় করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে।

তবে দেশের মানুষের এখন একটি লক্ষ্য ও কাজ, তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

ঈদের পরে আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। ঈদের পরে আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে আরও বেগবান করা হবে। আর এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, অন্য দলগুলোর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী রূপরেখা প্রদান করা হবে। তবে দাবি একটাই তত্ত্বাবাবধায়ক ছাড়া নির্বাচনে যাব না। এদেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগকে সরে গিয়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত।

এদিকে সকালে শহরের সেনুয়া পুরাতন গোরস্থান জামে মসজিদের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুবদল সভাপতি আবু নুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুন্ডু, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক