ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

ফার্মগেটে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।

রোববার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. গোলাম সবুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম সবুর জানান, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের আরও টিম মাঠে কাজ করছে।

কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন।

মনিরুজ্জামান ঈদের ছুটি কাটিয়ে গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

news24bd.tv/কামরুল