জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ স্কুল শিক্ষকের বসত-ভিটা ছাই

সংগৃহীত ছবি

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ স্কুল শিক্ষকের বসত-ভিটা ছাই

অনলাইন ডেস্ক

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া হাই স্কুলের শিক্ষক মো. মোজাফফর আলীর বসত-ভিটা। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ক্ষতি হয়েছে অন্তত ৫০ লাখ টাকার সম্পদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ ৯ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, ফ্রীজ, টিভি ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

দমকল বাহিনী আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও কোনো কিছুই উদ্ধার করা যায় নি। এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থদের কোনো আর্থিক সহায়তার আশ্বাস মেলেনি।

এলাকাবাসী নিঃস্ব স্কুল শিক্ষক ও তার পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সরকারি ও বেসরকারি আর্থিক সহায়তা ছাড়া সাধারণ স্কুল শিক্ষক ও পরিবারটির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে দাবি স্থানীয়দের।

আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা বজ্রপাতের কারণে এই অগ্নি দুর্ঘটনা ঘটেছে।

news24bd.tv/SHS