কাঁচামরিচের মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

সংগৃহীত ছবি

কাঁচামরিচের মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

কাঁচামরিচের মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে ২৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ জুলাই) সকালে কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় মূল্য তালিকা না থাকায় ওই ৩ ব্যবসায়ীকে জরিমানা করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে কাঁচা মরিচের পাশাপাশি চিনির মূল্য স্থিতিশীল রাখতে সোমবার থেকে বাজারে অভিযান পরিচালনা করা হবে।

এরই ধারাবাহিকতায় আজ অভিযানে নামে ভোক্তা অধিকার।

অধিদপ্তর জানায়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুত তদারকির লক্ষ্যে অভিযান পরিচালিত হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক