মাদারীপুরে ওসি ও পৌর মেয়রসহ ২৩ জনের নামে মামলা

২৩ জনের নামে মামলা

মাদারীপুরে ওসি ও পৌর মেয়রসহ ২৩ জনের নামে মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য খবির মৃধা (৪০) হত্যার ঘটনায় নিহতের বাবা নুরু মৃধা (৭০) বাদী হয়ে মামলা করেছেন।

কালকিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা, পৌর মেয়র এনায়েত হোসেন এবং খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেন।

এছাড়া আরও ২০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি রেববার বিকেলে আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সংশ্লিষ্ট আদালতে নির্দেশ দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বৃহস্পতিবার কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য খবির মৃধা পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। এসময় কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা, পৌরমেয়র এনায়েত হোসেন ও খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকরাম হোসেনের হুমুকে অন্য আসামিরা বোমা মেরে নূরু মৃধার ছেলে বাঁশগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য খবির মৃধাকে হত্যা করে।

এবিষয়ে মামলার অন্যতম আইনজীবী মো.সেলিম মিয়া বলেন, রোববার দুপুরে মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনে ২৩ জনকে আসামি করে কালকিনির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সংশ্লিষ্ট আদালতে নির্দেশ দিয়েছেন।

মাদারীপুর অতিরিক্তি পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা বলেন, মামলা আদেশের কপি এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের আদেশ মোতাবেক আমরা ব্যবস্থা নেব।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর