ক্ষতিগ্রস্ত ট্যাংকার পরিদর্শন করলেন জ্বালানি সচিব 

সংগৃহীত ছবি

ক্ষতিগ্রস্ত ট্যাংকার পরিদর্শন করলেন জ্বালানি সচিব 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ এর ঘটনাস্থল পরর্দিশন করছেনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সচিব র্দুঘটনাকবলতি স্থান পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রথম র্দুঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদশে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

দ্বিতীয় দুর্ঘটনার পর আন্তঃমন্ত্রণালয় একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সব বিভাগ থাকবে।

ধ্বংসপ্রাপ্ত এই জাহাজে তিন লাখ ৮০ হাজার পরিত্যক্ত তেল রয়েছে। এই পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসকের তত্ত্ববধায়নে ব্যবস্থা নেওয়া হবে।

সচিবের এই ট্যাংকার পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানি ও খনজি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আ. খালেক মল্লিক, যুগ্ম-সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

news24bd.tv/SHS