ভায়াগ্রা খেয়ে বিপাকে যুবক

ভায়াগ্রা

ভায়াগ্রা খেয়ে বিপাকে যুবক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভায়াগ্রা চেনেন না এমন লোক কমই আছে। আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালে আবিষ্কার হয় পুরুষদের যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা। সেই ভায়াগ্রা অতিরিক্ত মাত্রায় সেবন করায় চরম বিপদের মুখে পড়েছে এক মার্কিন যুবক ৷

জানা গেছে অনলাইনে ভায়াগ্রা কিনেছিলেন ওই যুবক ৷ এরপর অতিরিক্ত যৌন উত্তেজনা জাগাতে নিয়ম না মেনে বেশি মাত্রায় ভায়াগ্রা সেবন করেন তিনি ৷ প্রথমে অসুবিধা না হলেও কিছুদিন পর থেকে চোখের সমস্যা শুরু হয় ৷ ৩১ বছরের যুবক প্রথমে বিভিন্ন রঙের ঝলক দেখতে শুরু করেন ৷ এরপর সমস্ত জিনিস লাল দেখতে শুরু করেন ৷

চিকিৎসকের কাছে গিয়ে সমস্যা জানাতে, পরীক্ষা করে জানা যায় বাইল্যাটেরাল মাল্টিকালার্ড ফোটোপসিসাস এবং ইরিথ্রোপসিয়া নামে চোখের সমস্যায় ভুগচ্ছেন তিনি ৷ ইরিথ্রোপসিয়া হলে সাধারণত সব জিনিস লাল রঙের দেখায় ৷ দিনের পর দিন অতিরিক্ত মাত্রায় ভায়াগ্রা সেবন করায় রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক ৷

আরও পড়ুন: যৌন উত্তেজক ভায়াগ্রা আবিষ্কার হয় যেভাবে

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর