৩০% কোটা বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ 

রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা

৩০% কোটা বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ 

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রেলপথ ও রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।  

কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক আজ (৮ অক্টোবর, সোমবার) সকাল সাড়ে ৮টা থেকে দিনাজপুর সদরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা রেলপথের উপরে অবস্থান নেন। ফলে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী একটি ট্রেন আটকা পড়ে।

 
news24bd.tv
রাজপথ অবরোধ কর্মসূচি পালন করছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা

অবশ্য ১৫ মিনিট পরে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলে ট্রেনটি আবারও গন্তব্যস্থল অভিমুখে ছেড়ে যায়। এর আগে তারা নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিনাজপুর-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন।

অবরোধ কর্মসূচি চলাকালে তারা ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শ্লোগান দেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়কৃত পরিপত্র প্রত্যাহারের দাবি জানান।



পলাশ▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর