নিখোঁজের ১০ ঘন্টা পর মিললো শিশুর লাশ!

প্রতীকী ছবি

নিখোঁজের ১০ ঘন্টা পর মিললো শিশুর লাশ!

মোঃ রফিকুল আলম • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের ১০ ঘন্টা পর চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে থেকে শিশু রেদোয়ান আহম্মেদ হৃদয়ের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৮ অক্টোবর, সোমবার) রাত দেড়টায় হরিপুর মিয়াপাড়ার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  

মৃত হৃদয় ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,অপারেশন) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  বিকেল থেকে শিশু রেদোয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার পরিবার রাতে সাড়ে ১১টায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরেই পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত দেড়টায় হৃদয়ের বাড়ির নিকটবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে এবং সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।  

ওসি ইদ্রিস আরও জানান, শিশুটির গলায়, ঘাড়ে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। অধিক তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানান তিনি।

 

 

রফিকুল▐ অরিন▐ NEWS24 
 

সম্পর্কিত খবর