ঢেউয়ে লঞ্চডুবি, যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ পাঁচজন

ঢেউয়ে লঞ্চডুবি, যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ পাঁচজন

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ ছিলেন। পরে তারা উদ্ধার হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরমোন্তাজ সংলগ্ন বুড়া গৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচ জন নিখোঁজ হলেও পর্যায়ক্রমে সবাই উদ্ধার হয়েছেন।

কেউ সাঁতার কেটে, আবার কেউ নদীতে মাছ শিকারি জেলে ট্রলারের মাধ্যমে উদ্ধার হন।

বিষয়টি নিশ্চিত করছেন  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার।

স্থানীয়রা জানান, বন্ধু পরিবহন নামের লঞ্চটি শুক্রবার বিকেল ৫টায় গলাচিপা লঞ্চঘাট থেকে ছেড়ে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডায় যাচ্ছিলো। পথে বুড়াগৌরাঙ্গ নদীর ত্রিমোহনায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে লঞ্চটি ডুবে যায়।

এ সময় লঞ্চে দুই যাত্রী ও তিন জন স্টাফ ছিলেন। এরমধ্যে চর আন্ডার বাসিন্দা জাকির সিকদার ও তার মা রওশনআরা বেগম এবং লঞ্চ স্টাফ আরিফ সরদার সাঁতার কেটে রাত ৮টার দিকে কিনারে আসেন। পরে তাদেরকে চরমোন্তাজ স্লুইস বাজারে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তবে নিখোঁজ ছিলেন লঞ্চ মালিক দীপঙ্কর সাহা এবং স্টাফ সত্ত সাহা। এরপর রাত রাত ১০টার দিকে একটি ট্রলারের মাধ্যমে তারা উদ্ধার হন।

বন্ধু পরিবহন লঞ্চটি গলাচিপা টু চর আন্ডা অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রী ও মালামাল পরিবহন করতো। লঞ্চের মালিক দীপঙ্কর সাহা নামের এক ব্যবসায়ী। লঞ্চটিতে অতিরিক্ত মালামাল লোড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক