'গ্রেনেড হামলায় সেনাবাহিনীকে দোষারোপ করেছিলেন শেখ হাসিনা'

ফাইল ছবি

'গ্রেনেড হামলায় সেনাবাহিনীকে দোষারোপ করেছিলেন শেখ হাসিনা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য শেখ হাসিনা সেনাবাহিনীকে দোষারোপ করেছিলেন। গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয় এবং রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ শীর্ষক সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতাদের জড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে। এ মামলায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

 

NEWS24কামরুল

সম্পর্কিত খবর