হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রথম দুই ওয়ানডেতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। অথচ ১৭ মাস আগে চট্টগ্রামেই বাংলাদেশ একই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমেছিল। এবার নিজেরা হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামছে।

যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার সমূহ সম্ভাবনাও আছে।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।  

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই।

বোলিংয়েও বুদ্ধির ছাপ দেখা যায়নি। আগে কিংবা পরে ব্যাট করেও হাল ছিল একই। ব্যাটাররা খেলেছেন প্রচুর ডট বল। প্রথম ম্যাচে তাওহীদ হৃদয় ও দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম ছাড়া কেউই প্রত্যাশার ছাপ রাখতে পারেননি। বোলাররা আলগা বল তো দিয়েছেনই, বল ছিল নখদন্তহীন। তাতে বাংলাদেশের এলেবেলে বোলিংকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। এমন ভুতুরে পারফরম্যান্সের পর স্বাভাবিক ভাবেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে আগের দুই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পারলে বাংলাদেশ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে।

বাস্তবতা এমন হওয়ার কথা ছিল না। ওয়ানডে ফরম্যাটে দাপট দেখিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হুট করে এমন হোঁচট খেতে হবে তা হয়তো  ভাবতেও পারেনি কেউ। অথচ এই দলটিকেই বাংলাদেশ দেড় বছর আগে হেসে খেলে হারিয়েছিল। সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। শেষ ম্যাচ জিতে আফগানরা সেবার হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল। এবার একই মাঠে বাংলাদেশ নামছে হোয়াইটওয়াশের শঙ্কা মাথায় নিয়ে।  

দেড় বছর পর বাংলাদেশ কি পারবে লজ্জা এড়াতে? পুরো সিরিজে ব্যাট-বল হাতে ব্যর্থ হওয়া লিটন, শান্ত, সাকিব, আফিফ, নাঈম শেখরা কি পারবেন মাথা তুলে দাঁড়াতে? তাসকিন-হাসান মাহমুদ, মোস্তাফিজ, সাকিব, মিরাজরা কি পারবেন বারুদ মাখা বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে? সব প্রশ্নের উত্তর মিলবে মঙ্গলবার।

news24bd.tv/Arh