স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের ফাঁসি

স্ত্রীসহ চারজনের ফাঁসি। প্রতীকী ছবি

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের ফাঁসি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ সুলতানা রাজিয়া মঙ্গলবার এ মামলার রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আবুল খায়ের, গোলাপ মিয়া ও দোহা ওরফে দুইখ্যা ও কোহিনূর বেগম।

তাদের মধ্যে আবুল খায়ের ছাড়া অন্য সবাই পলাতক রয়েছেন।

এছাড়া মামলায় মোখলেছুর রহমান ও আল আমিন নামে দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম মামলার নথির বরাতে জানান, নবীনগর উপজেলার আমতলি গ্রামের আবদুল বারেক খানের ছেলে সৌদি প্রবাসী মো. শাহজাহান খান ছুটিতে বাড়ি আসেন। বাড়ি আসার পর থেকে স্ত্রী কোহিনূরের পরকীয়া নিয়ে মনোমালিন্য চলছিল। ২০০৯ সালের ২ ডিসেম্বর রাত ১২টার দিকে শাহজাহানের চিৎকার শুনে তার বাবা বারেক গিয়ে বিছানায় গলাকাটা লাশ দেখতে পান।

এ সময় ওই ঘরে তাদের তিন শিশুসন্তানও ছিল।

এ ঘটনায় কোহিনূরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন বারেক খান। পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

গ্রেপ্তারের পর কোহিনূর আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দেন।

পিপি বলেন, পরে কোহিনূর জামিন পেয়ে পালিয়ে যান। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর রায় কার্যকর হবে।

 আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের 

আসামি পক্ষের আইনজীবী এ কে এম আবদুল হাই জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর