পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

সৈয়দ নোমান, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার হন স্বেচ্ছাসেবক দলের নেতা নবী হোসেন (২৭)। গ্রেপ্তারের পরপরই দলীয় নেতাকর্মীরা পালের বাজার এলাকায় পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিয়ে যায় ওই নেতাকে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাগলা থানার ওসি রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনিয়ে নেওয়া নবী হোসেন পাগলা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

তার বিরুদ্ধে বিস্ফোরক ও মারামারিসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবী হোসেনের অবস্থান জানতে পেরে পালের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে নবী হোসেনকে সেখানে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরে তাকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আহত দুই পুলিশ সদস্য হলেন- এসআই মদন সিংহ (২৭) ও কনেেস্টবল সোহেল (২৫)।

আহত পুলিশ সদস্যদের গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি রাজু আহমেদ।
news24bd.tvতৌহিদ