মনপুরায় চর দখলে লাঠিয়াল বাহিনীর হামলায় পুলিশসহ আহত ১৮

মনপুরায় চর দখলে লাঠিয়াল বাহিনীর হামলায় পুলিশসহ আহত ১৮

অনলাইন ডেস্ক

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কাজীরচরে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। জমির একর প্রতি ৬ হাজার টাকা চাঁদা দাবি করে ওই হামলাকারী লাঠিয়াল বাহিনী। আজ বুধবার দুপুরের এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ প্রায় ১৮ জন আহত হয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১২ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে বলে জানা গেছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—মনপুরা থানার পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদার, এসআই লুৎফুর, এসআই সাগর, কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল শাহীন, কনস্টেবল নাইম ও কনস্টেবল সাইদুল।  

এ ছাড়া আহত কৃষকদের মধ্যে রয়েছেন—মো. বাহার, মো. ফরিদ, জাবেদ ফরাজী, নুর ইসলাম ফরাজী, ছোট মনির ফরাজী, খোকন মেলেটারি, রাসেল ফরাজী, নুরনবী ফরাজী, মতিন ফরাজী, মাইনুদ্দিন ও আলাউদ্দিন। তাঁদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহতদের ভোলা হাসপাতাল এবং কয়েকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  

জানা গেছে, দুপুরে মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের উত্তরে বিচ্ছিন্ন কাজীরচরে চাষাবাদ করতে গেলে কৃষকের ওপর হামলা করে লাঠিয়াল বাহিনীর নেতা স্বপনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। কৃষকেরা অভিযোগ করেন, স্বপন ডাকাতের নেতৃত্বে মনপুরা বিচ্ছিন্ন চর কলাতলী ও নোয়াখালীর হাতিয়ার লাঠিয়াল বাহিনী হামলায় অংশ নেয়।  

হামলার শিকার কৃষক জাবেদ ফরাজী ও ফরিদ জানান, কাজীরচরে চাষাবাদ করতে গেলে জমির একর প্রতি ৬ হাজার টাকা চাঁদা দাবি করে স্বপন বাহিনী। ওই ঘটনায় কাজীরচরে কৃষকদের পক্ষে মাইনুদ্দিন ভোলা জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন। এসপির নির্দেশে আজ সকালে মনপুরা থানার পুলিশসহ কৃষকেরা কাজীরচরে চাষাবাদ করতে গেলে স্বপনবাহিনী কৃষক ও পুলিশের ওপর হামলায় চালায়।  

ওসি মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে আজ পুলিশ কাজীরচরে যায়। একপর্যায়ে দখলদারেরা পুলিশসহ কৃষকদের ওপর হামলা চালায়। এতে পরিদর্শকসহ (তদন্ত) পুলিশের ৭ সদস্য ও কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক