পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের

সংগৃহীত ছবি

পাকিস্তানের জন্য ৩০০ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের

অনলাইন ডেস্ক

পাকিস্তানের জন্য ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বড় ধরনের অর্থনৈতিক সংকটে থাকা দেশটির জন্য গতকাল বুধবার আইএমএফের পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন দেয়।

বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি এই তথ্য জানিয়ে বলেছে, পাকিস্তানকে সহায়তায় তারা অবিলম্বে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি মার্কিন ডলার বিতরণ করবে।

পাকিস্তানকে ঋণ দিতে গত মাসে প্রাথমিকভাবে রাজি হয় আইএমএফ।

ঋণের জন্য পাকিস্তানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। প্রায় আট মাস পর গত মাসে উভয় পক্ষ ঋণের চুক্তি ও শর্তের বিষয়ে সম্মত হন।

এখন আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদনের মধ্য দিয়ে পাকিস্তানের ঋণ পাওয়া নিশ্চিত হলো। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান।

কয়েক মাস ধরেই দেশটি প্রায় দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এমন পরিস্থিতিতে আইএমএফের ঋণ পাকিস্তানকে বিশেষ সুবিধা দেবে।

news24bd.tv/Arh