ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে কেনিয়ায় সহিংস বিক্ষোভ, নিহত অন্তত ৬

সংগৃহীত ছবি

ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে কেনিয়ায় সহিংস বিক্ষোভ, নিহত অন্তত ৬

অনলাইন ডেস্ক

ট্যাক্স বাড়ানোয় বিক্ষোভে ফেটে পড়েছেন কেনিয়ার সাধারণ জনগণ। দেশব্যাপী ছড়িয়ে পড়া এই বিক্ষোভে অন্তত ৬ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্দোলু নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যেই নতুন করে প্রেট্রোলিয়াম পণ্যের ওপর ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

এর জেরে বিক্ষোভের ডাক দেন বিরোধীদলীয় নেতা রাইলা অদিঙ্গা।  

ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যায়ের মধ্যেই নতুন করে ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির সাধারণ জনগণ। পুলিশের নিষেধাজ্ঞা স্বত্বেও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ।  

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া টিয়ার গ্যাস পরিস্থিতি আরও খারাপ করে তোলে।

তবে পুলিশ বলছে, বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে লুট করছে বিক্ষোভকারীরা। এক বিবৃতিতে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। অন্যদিকে এ ঘটনায় পুলিশকে দায়ি করে একটি শান্তিপূর্ণ সমাধান করার দাবি জানিয়েছেন অদিঙ্গা।

news24bd.tv/Arh

এই রকম আরও টপিক