‘সুষ্ঠু নির্বাচনের জন্য বিদ্যমান আইনি কাঠামো যথেষ্ট’ 

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

মার্কিন প্রতিনিধি দলকে আইনমন্ত্রী

‘সুষ্ঠু নির্বাচনের জন্য বিদ্যমান আইনি কাঠামো যথেষ্ট’ 

অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘তাদের বলা হয়েছে, দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে বর্তমানে যে আইনি কাঠামো সেটা সঠিক ও যথেষ্ট। তাই এই আইনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি উজরা জেয়ার। আরও ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু।  

মন্ত্রী বলেন, ‘গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।

’  তিনি বলেন, ‘দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি নেই। তাই যেকোনো অপরাধের জন্য সুষ্ঠু তদন্ত করে বিচারকাজ এগিয়ে যাবে। ’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধনী হবে। ’

news24bd.tv/আইএএম