যে কারণে নিজের অবসর প্রসঙ্গ টানলেন সাকিব

সংগৃহীত ছবি

যে কারণে নিজের অবসর প্রসঙ্গ টানলেন সাকিব

অনলাইন ডেস্ক

রেকর্ডের বরপুত্র বলা হয় তাকে। মাঠে নামলেই যেন একের পর এক রেকর্ড লেখা হয় সাকিব আল হাসানের নামের পাশে। গত মঙ্গলবারই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক এবং ৬০০ নেওয়ার কীর্তি গড়েন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের টি২০ সিরিজ।

তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন টি২০ অধিনায়ক সাকিব। সেখানে তাকে পেয়ে এসব রেকর্ড নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তরে সাকিব টেনেছেন নিজের অবসর প্রসঙ্গ!

রেকর্ড গড়া নিয়ে সাকিবের অনুভূতি জানতে চাওয়া হলে দেশসেরা ক্রিকেটার জানান, এটা প্রেরণা জোগায়। তবে অবসরের পরই ভালো বুঝতে পারবেন এই বিষয়ে।

সাকিব বলছিলেন, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। ’

তবে বরাবরের মতোই ব্যক্তিগত অর্জনের চেয়ে সাকিবের মন দলীয় পারফরম্যান্সের দিকে। তিনি বলেন, ‘আমি যেটা সবসময় বলে থাকি, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস। ’ 

ঘরের মাঠে সবশেষ দুটি টি২০ সিরিজই জিতেছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তো করেছে হোয়াইটওয়াশ। এদিকে, আফগানরা আবার এই ফরম্যাটে দুর্দান্ত। সবমিলিয়ে এই সিরিজ বেশ চ্যালেঞ্জিং হবেই বলে মত সাকিবের। অধিনায়ক বলেছেন, ‘ঘরের মাঠে সর্বশেষ দুটি সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। আমাদের চেষ্টা থাকবে, যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, যেভাবে উন্নতি হচ্ছে, প্রতিটি ম্যাচেই ওভাবে পারফর্ম করার জন্য। ’ 

টি২০ ক্রিকেটে আফগানদের পরাশক্তি হয়ে ওঠার কারণ রশিদ-মুজিব-জাদরানরা। রশিদ-মুজিবরা বল হাতে দুর্ভেদ্য। ব্যাটিংয়ে গুরবাজ-ইব্রাহিমরা ভীতি জাগানিয়া। তবে সাকিব নির্দিষ্ট কাউকে নিয়ে মাথাব্যথা নেই। তিনি বলেছেন, ‘কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনো একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই যেন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, যেটার মাধ্যমে যেন জয়লাভ করতে পারি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করব আমরা। ’ 

এদিকে কন্ডিশন নিয়েও খুব একটা ভাবছেন না সাকিব, ‘কন্ডিশন নিয়ে আসলে আমরা খুব একটা চিন্তা করছি না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, দুই দলের জন্যই কন্ডিশন সমান। এ ছাড়া আমার কাছে মনে হয় না যে আমরা এখন এমন দল আছি যে, আমাদের কন্ডিশনের ফায়দা নিতে হবে। আমি অন্তত বিশ্বাস করি যে আমাদের দলের এতটা সামর্থ্য আছে, যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে এবং যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারে। ’

তিনি আরও যোগ করেন, ‘আমি এটাই আশা করব আমার দল থেকে যে, আমরা যেন ওরকম মানসিকতা নিয়েই মাঠে যাই এবং উন্মক্ত মানসিকতায় থাকি ও দলের প্রয়োজনে যা যা কা সম্ভব, তা যেন করতে প্রস্তুত থাকি। ’

news24bd.tv/SHS