সাকিবের চোখ সিরিজ জয়ে

সংগৃহীত ছবি

সাকিবের চোখ সিরিজ জয়ে

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে সবশেষ দুই টি২০ সিরিজই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়। সাকিব আল হাসানের নেতৃত্বে কিছুদিন আগেই ইংলিশদের এই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়েই আগামীকাল সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

টি২০ ক্রিকেট সম্প্রতি সময়টা দারুণ কাটলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত ইতিহাস আশা জাগানিয়া নয়। মুখোমুখি ৯ দেখায় ছয়বারই শেষ হাসি হেসেছে আফগানরা। সবশেষ দুই দেখায় তো দলটির বিপক্ষে জয়ই নেই সাকিবের দলের। এই সিরিজে তাই পরিষ্কার ফেবারিট কারা, তা বলা মুশকিল।

 
বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক সাকিবও ফেবারিট তকমা নিয়ে খুব একটা ভাবছেন না। এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানিয়ে দেন, ফেবারিট তকমা যাদের খুশি দেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই। সাকিব বলছিলেন, 'আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই। '

টি২০ বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি২০ ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি২০ ক্রিকেটে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যেকোনো দল যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি। ’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, ‘আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি। ’ 

সিলেটে টি২০ সিরিজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। বৃষ্টির শঙ্কা আছে কালকের ম্যাচকে ঘিরে।  যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব। '

news24bd.tv/SHS