অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ

সংগৃহীত ছবি

অবশেষে ভারতকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিরিজের প্রথম টি২০ ম্যাচে ভারতের কাছে রীতিমতো উড়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে জাগিয়েছিল জয়ের সম্ভাবনা। ব্যাটারদের ব্যর্থতায় অবশ্য জয় অধররাই থেকে যায় বাঘিনীদের। সে আক্ষেপ তৃতীয় ম্যাচে এসে কাটালো নিগার সুলতানা জ্যোতির দল।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টি২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় জয়। যে জয়ে হোয়াইটওয়াশও এড়ালো নারী দল। তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

=

মিরপুরে প্রায় ১১ বছর কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে নেমে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়ে ফেলে বাংলাদেশ। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতে মানরক্ষার সুযোগ ছিল, সেটাই কাজে লাগিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচের মতো আজও দারুণ বোলিংয়ে ভারতকে বড় সংগ্রহ পেতে দেননি সুলতানা-রাবেয়ারা। টস জিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১০২ রানেই থামে সফরকারীদের রানের চাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। ২৮ রান আসে জেমিমা রদ্রিগেজের ব্যাট থেকে। বাকিরা সেভাবে দলের হাল ধরতে না পারায় সহজ লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে।

বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন ৩ উইকেট। সুলতানা খাতুন পান দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওয়ানডের মতোই শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। ১৬ রানে হারায় ২ উইকেট। তবে তৃতীয় উইকেট জুটিতে ওপেনার শামিমা সুলতানা ও নিগার সুলতানা জ্যোতি ৪৬ রান যোগ করলে জয়ের ভিত পেয়ে যায় টাইগ্রেসরা। শেষদিকে কিছুটা বিপত্তিতে পড়লেও রিতু মনি ও নাহিদা আক্তার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করে শামিমা।

news24bd.tv/SHS