কুমিল্লা বিভাগের দাবিতে ১০ হাজার গণস্বাক্ষর

কুমিল্লা বিভাগের দাবিতে ১০ হাজার গণস্বাক্ষর

অনলাইন ডেস্ক

কুমিল্লা নামে বিভাগের দাবিতে ব্রিটেনে মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান সম্পূর্ণ হয়েছে। কুমিল্লা কনসোর্টিয়াম ইউকে এর পক্ষ থেকে সংগৃহীত ১০ হাজার প্রবাসী বাঙালির গণস্বাক্ষর সম্বলিত দাবি জমা দেওয়া হয় বাংলাদেশ হাই কমিশনে।

দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের আহ্বায়ক সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা সদর সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের সদস্য সচিব সাংবাদিক তানভীর আহমেদ ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা এনামুল হক, দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের প্রধান উপদেষ্টা রুহুল আমিন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।

এসময় গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ লন্ডনপ্রবাসীরা উপস্থিত ছিলেন।

এসময় এমপি বাহার বলেন, ঐতিহ্যবাহী কুমিল্লায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনেক স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এই কুমিল্লা খুনি খন্দকার মোশতাকের কুমিল্লা নয়, এমনকি সে কুমিল্লায় স্থায়ী বাসিন্দাও নয়। কুমিল্লা অসংখ্য জ্ঞানী ও গুণী মানুষের জন্ম। তাই আমরা সবাই কুমিল্লা নামেই বিভাগ চাই।

দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের উদ্যোগে যুক্তরাজ্য থেকে প্রায় ১০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

গণস্বাক্ষরগুলো বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

news24bd.tv/FA