পল্টনের জনসমুদ্র জনগণের পক্ষ থেকে ‘সতর্ক বার্তা’: রিজভী

পল্টনের জনসমুদ্র জনগণের পক্ষ থেকে ‘সতর্ক বার্তা’: রিজভী

অনলাইন ডেস্ক

পল্টনের সমাবেশকে সরকার নানাভাবে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেছেন, গণপরিবহন বন্ধ করেও পল্টনের দিকে ছুটে আসা মানুষকে আটকাতে পারেনি সরকার। শুধু তাই নয়, সমাবেশকে নানাভাবে বাধাগ্রস্ত করেই তারা ক্ষান্ত হয়নি, সেটির প্রচার-প্রচারণায় সরকার মারাত্মক হস্তক্ষেপ করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম, আসাদুল করিম শাহীন, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

‌‌‘সমাবেশে এরপরেও উত্তাল জনসমুদ্রের মাধ্যমে এটি প্রমাণিত হলো- দেশের নোটিশবোর্ডে জনগণের পক্ষ থেকে ‘সতর্ক বার্তা’ যোগ করেন রিজভী।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক