হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল এলাকায় জাহিদ হাসান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে তিনি রাজধানীর বাংলা কলেজে পড়াশোনা করতেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, তিনি জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠে যায়।

এ সময় জাহিদ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বাবার নাম মোদাচ্ছের আলী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পরিবার নিয়ে তারা ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শারমিন আক্তার ইভা নিহতের ঘটনাটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।