আগস্টে ক্ষমতা ছাড়বে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার

আগস্টে ক্ষমতা ছাড়বে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, চলতি বছরের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান সরকার।

পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ৩ বিলিয়ন স্ট্যান্ডবাই চুক্তির একদিন পরে প্রধানমন্ত্রী এমন ভাষণ দিলেন।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী শেহবাজ স্মরণ করেন, গত বছরের এপ্রিলে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।  বলেন, ‘আমরা ২০২৩ সালের আগস্টে এই দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।

তিনি দাবি করেন, বর্তমান সরকার মাত্র ১৫ মাসে গত চার বছরে সৃষ্ট ‘ধ্বংসস্তুপ’ পরিষ্কার করেছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংক্ষিপ্ত সময়কাল ছিল হতাশার অন্ধকার থেকে আশার আলোর দিকে যাত্রা। এটি ছিল সবকিছু হারানোর পর কিছু পাওয়ার সূচনা। এটি ছিল নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে উন্নয়নের দিকে ফিরে আসার যাত্রা।

তিনি বলেন, সরকারের যাত্রা ছিল অর্থনৈতিক উন্নয়নে প্রত্যাবর্তন এবং মুদ্রাস্ফীতি, বন্যা ও বেকারত্বে জর্জরিত দেশকে স্বস্তি প্রদান।

সূত্র- ডন

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক