বিএসএমএমইউতে নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধন

সংগৃহীত ছবি

বিএসএমএমইউতে নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধন

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন ডেঙ্গু কর্নারের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১৫ জুলাই) ডেঙ্গু কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে একযোগে কাজ করতে হবে।  

তিনি বলেন, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এ বছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন।

দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিক এর সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এ রকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।

বিএসএমএমইউ উপচার্য আরও বলেন, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এই কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

news24bd.tv/আইএএম