মুহূর্তেই এক মাছে ৫ লাখ টাকা লাভ করলেন ব্যবসায়ী!

সংগৃহীত ছবি

মুহূর্তেই এক মাছে ৫ লাখ টাকা লাভ করলেন ব্যবসায়ী!

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সাগরে জেলের জালে ধরা পড়া ৩৪ কেজির পোপা মাছটি আরও পাঁচ লাখ টাকা লাভে বিক্রি করেছেন মো. ইউনুস নামের মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে মাছটি কক্সবাজার মৎস অবতরণ কেন্দ্রে শামীম আহমদ নামে এক ব্যবসায়ীর কাছে ৯ লাখ টাকায় বিক্রি করেন তিনি। এর আগে গতকাল দুপুরের দিকে সাবরাং বাহারছড়া নামক ঘাট থেকে মাছটি চার লাখ টাকায় কিনে নিয়েছিলেন মো. ইউনুস।

স্থানীয় জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোর রাতে সাগরের বুক সমান পানিতে জাল ভাসায় জেলে সৈয়দ আহমদ।

তার জালে একটি বড় কালো পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন হয় ৩৪ কেজি। মাছটি তিনি স্থানীয় সাবরাং বাহারছড়া ঘাটে মো. ইউনুসের কাছে চার লাখ টাকায় বিক্রি করেন। পরে  ইউনুস মাছটি দ্বিতীয় দফায় বিক্রির জন্য কক্সবাজার নিয়ে যায়।

সেখানেই তিনি মাছটি ৯ লাখ টাকায় বিক্রি করেন।  

প্রসঙ্গত, টেকনাফ উপকূলে প্রতিবছর দুই-চারটা এ ধরনের বড় পোপা মাছ ধরা পড়ে জেলেদের জালে। পোপা মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলির কারণে এটির দাম বেশি হয়ে থাকে। পোপা মাছের এয়ার ব্লাডার দিয়ে বিশেষ সার্জিক্যাল সুতা তৈরি হওয়ায় মাছটির কদর রয়েছে।

news24bd.tv/আইএএম