হত্যা করে ঢাকায় এসে মুরাদ হয়ে যায় মনির

লক্ষ্মীপুরে আহসান উল্লাহ হত্যা

হত্যা করে ঢাকায় এসে মুরাদ হয়ে যায় মনির

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর এলাকায় আলোচিত আহসান উল্লাহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক হত্যা মামলার আসামি মুরাদ হোসেনকে রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুরাদ, এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করত বলে স্বীকার করেছে। এর আগে, ২০১৪ সালে লক্ষ্মীপুর সদর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে  মুরাদ ও তার সহযোগিরা, আহসান উল্লাহকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পরে ঢাকায় এসে আত্মগোপন করে ও নিজের নাম পরিবর্তন করে মনির নামে পরিচয় প্রদান করত। আত্মগোপনে থাকাকালীন বিভিন্ন সময় রাতের আধারে নিজ এলাকায় গিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো মুরাদ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ, অস্ত্র, মারামারি ও বিস্ফোরক মামলাসহ ১২টির অধিক মামলা রয়েছে।

news24bd.tvতৌহিদ

সম্পর্কিত খবর