আন্দোলন প্রত্যাহার শ্রমিকদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

আন্দোলন প্রত্যাহার শ্রমিকদের, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের আশ্বাসে রেলপথ ছেড়েছেন আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় রেলপথ থেকে সরে দাঁড়ান তারা।  

এ সময় জাহাঙ্গীর হোসেন পায়ে হেঁটে শ্রমিকদের প্রতিনিধিত্বকারীদের নিয়ে রেল ভবনের উদ্দেশে রওনা হন। ফলে সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।

 

এর আগে, সকাল ১০টায় বিএফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এ সময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা।  

মূলত, বাংলাদেশ রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে চতুর্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

news24bd.tv/আইএএম